• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩৫তম বিসিএস(প্রশাসন) ব্যাচের প্রথম কমিটি ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৮, ২২:৪৬
ছবি: সংগৃহীত

৩৫তম বিসিএস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে।

ব্যাচের সব সদস্যের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যের এই কমিটিতে সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরীকে সভাপতি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি আদনান চৌধুরী বর্তমানে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এসএসআই) এর সহকারী পরিচালক ছিলেন।

সাধারণ সম্পাদক অরুণ কৃষ্ণ পাল বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
পারিশ্রমিক ছাড়াই ১৮ বছর তারাবি পড়াচ্ছেন ছাত্রলীগ সভাপতি!
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে নির্যাতন, জেলা সভাপতির বহিষ্কার দাবি
ভুয়া ডিগ্রি-অভিজ্ঞতায় বিসিএস কর্মকর্তা, অতঃপর...
X
Fresh