• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেন সোশ্যাল মিডিয়ার ওপর কর বসাচ্ছে আফ্রিকার দেশগুলো?

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ অক্টোবর ২০১৮, ১৪:২৮

উগান্ডা আর তাঞ্জানিয়ার উদাহরণ অনুসরণ করে সোশ্যাল মিডিয়ার ওপর করারোপের ঘোষণা দিয়েছে জাম্বিয়া। দেশটির সরকার হোয়াটসঅ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার এবং ভাইবারের মতো সোশ্যাল মিডিয়ার ওপর করারোপের ঘোষণা দিয়েছে।

কিন্তু হঠাৎ করে আফ্রিকার দেশগুলো কেন সোশ্যাল মিডিয়া ওপর কর বসাচ্ছে? তারা কী সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করতে চাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে?

জাম্বিয়া সরকারের করারোপের এমন ঘোষণার পর দেশটিতে বিক্ষোভও হয়েছে। একজন ইন্টারনেট অধিকারকর্মী বলেছেন, এটা অনেকটা মত প্রকাশের স্বাধীনতার জন্য মানুষজনের কাছ থেকে কর চাওয়ার মতো।

তিনি বলেন, এটা আসলে বিভ্রান্তিকর এবং কোনও অর্থ বহন করে না। এটা স্পষ্টতই করের মাধ্যমে কিছু আয়ের একটি ইস্যু মাত্র।

কিন্তু বিশ্লেষকরা বলছেন, মূলত কাঁধের ওপর থেকে ঋণের বোঝা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে এসব দেশের সরকারগুলো।

জাম্বিয়ার সেন্টার ফর ট্রেড পলিসি অ্যান্ড ডেভেলপম্যান্টের অর্থনীতিবিদ টেভর সিমুম্বা বলেন, এটা হতাশাজনক। এর মাধ্যমে সরকার আরও রাজস্ব আয় করতে চাইছে।

তার বিশ্বাস দেশটিতে বিদেশি বিনিয়োগের কারণে যে অর্থ ব্যয় হচ্ছে এই রাজস্ব দিয়ে তার কিছুটা হলেও মিটবে।

তবে এই অর্থনীতিবিদ মনে করেন, সরকারের এ ধরনের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র পর্যায়ের ব্যবসায়ীরা। তিনি বলছেন, সরকারের এ ধরনের সিদ্ধান্তে আয় হবে সামান্যই। আর দেশে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যাও আহামরি নয়।

এদিকে আফ্রিকার আরেক দেশ বেনিনও গেল মাসে এ ধরনের করারোপ করে। কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদের মুখে ওই করারোপের তিনদিন পর কোনও ব্যাখ্যা ছাড়াই তা বাতিল করে দেয় বেনিন সরকার। তাই শেষপর্যন্ত এসব দেশে সোশ্যাল মিডিয়ার ওপর কর কতটা সুফল বয়ে আনবে সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে করেছেন রিয়েলিটি সিরিজে খ্যাতিমান মার্কিন সংযুক্ত যমজ অ্যাবি হেনসেল
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তুষ্ট ভুটানের রাজা
X
Fresh