• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাকার স্ত্রী-পুত্রের কেনো সাজা নয় : হাইকোর্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৬, ১৮:২৪

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ‘রায়ের খসড়া ফাঁসের মামলায়’ খালাসের রায় কেনো বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করলেন হাইকোর্ট। সেই সঙ্গে কেনো তাদের সুবিধাজনক সাজা দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

এ মামলায় দণ্ডিত মাহবুবুল আহসানের করা আপিলের গ্রহণযোগ্যতার শুনানিকালে আদালত ওই আদেশ দেন।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন সকালে সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা এ রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা খসড়া কপি সাংবাদিকদের দেখান।

এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়। পরে পুলিশ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করে।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর এ মামলার রায় হয়। রায়ে আইনজীবীসহ ৫ আসামির বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা হয়। অন্য দু’ আসামি সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে খালাস পান।

মানবতাবিরোধী অপরাধী দণ্ডিত হবার পর, গেলো বছরের ২১ নভেম্বর রাতে সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh