• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যাত্রাবাড়ীতে জোড়া খুনের মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৬, ১৫:৩৮

ঢাকার যাত্রাবাড়ীতে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় দু’জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সাঈদ হাওলাদার ও রিয়াজ নাগরালী।

ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার সোমবার এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লিখন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আবদুস সবুর ও জাকির হোসেন।

গেলো বছরের ২৪ মার্চ রাতে যাত্রাবাড়ীর কলাপট্টিতে বাসা থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা বেগম (৬৩) এবং গৃহকর্মী কল্পনার (১২) গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরেরদিন রওশন আরার ভাই মোয়াজ্জেম হোসেন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

বাদীপক্ষে মোট ১১ জনের সাক্ষ্য শোনার পর বিচারক এ দুই আসামিকে দোষী সাব‌্যস্ত করে সাজা ঘোষণা করলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh