• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিচারক নিয়োগ সংক্রান্ত রিটের আদেশ মঙ্গলবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৬, ১৪:৫১

বিচারক নিয়োগ, বদলি ও পদোন্নতিসংক্রান্ত সংবিধানের ৯৫ এবং ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের আদেশ মঙ্গলবার।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করেন।

সংবিধানের ৯৫ ও ১১৬অনুচ্ছেদসহ কয়েকটি অনুচ্ছেদের বৈধতা নিয়ে গেলো ৩ নভেম্বর রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। শুনানিতে রিটের পক্ষে অংশ নেন ইউনূছ আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

অনুচ্ছেদ দু’টি সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এই মর্মে রিটে রুল চাওয়া হয়। আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

বিচার বিভাগ পৃথককরণের ৯ বছর উপলক্ষে গেলো ৩১ অক্টোবর দেয়া বাণীতে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh