• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাইকো মামলায় খালেদার আপিলের আদেশ বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ নভেম্বর ২০১৬, ১৩:৫০

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার। খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ঠিক করেন।

দুর্নীতি দমন কমিশনের করা নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি নেত্রীর হাইকোর্টের আবেদন খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয় সোমবার।

আদালতে খালেদার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশেদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গেলো বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট। মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন খারিজ করে এ আদেশ দেয়া হয়।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh