• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় আগুন

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বলে পরিচিত কোতারায়ার একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী হারুন রশিদ মিয়াজি বলেন, জুম্মার নামাজ পড়তে সবাই যখন মসজিদে তখনই আগুনের সূত্রপাত হয়। নামাজ পড়ে আগুন লাগার কথা জানতে পারি। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।

কোতারায়া ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল জানান, এখানে বেশির ভাগ দোকানে কম্বল বিক্রি হয়। এ কারণে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে নামাজের কারণে সবাই বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, কোতারায়ায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানই বাংলাদেশিদের। তবে যে ভবনে আগুন লেগেছে, সেটির মালিক মালেক নামের একজন মালয়েশিয়ান।

আগুন লাগার ঘটনায় কোনও বাংলাদেশির দোকানে বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানান রাশেদ বাদল।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
X
Fresh