• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এমপি বদির জামিন বহাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ নভেম্বর ২০১৬, ১৫:৫০

দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড প্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

রোববার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুদকের জামিন স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে ১৬ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বদিকে ৬ মাসের জামিন দেন। পরে ১৭ নভেম্বর ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক। ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার আব্দুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বদির বিরুদ্ধে ২০১৪ সালের ২১ আগস্ট রমনা থানায় মামলা করে দূর্নীতি দমন কমিশন।

মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, তার সম্পদ ৩৫১ গুণ বেড়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh