• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ডিআরইউ’র সাবেক সভাপতি মোস্তাক আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (সোমবার) সকাল ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ঢাকা রিপোর্টাস ইউনিটি চত্বরে বাদ জোহর তার মরদেহ আনা হয়। সেখানে জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ঢাকায় তাকে সমাহিত করা হবে।

গত ৩১ আগস্ট শুক্রবার অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি হন তিনি।

১৯৬০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সবশেষ তিনি কর্মরত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে। ২০১০-১১ মেয়াদে তিনি ডিআরইউ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাক আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh