• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সায়মা ওয়াজেদের সভাপতিত্বে ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ আগস্ট ২০১৮, ২০:৫১

নেপালে জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দু’দিনব্যাপী এক কর্মশালার প্রথম অধিবেশন ছিল সোমবার। এতে সভাপতিত্ব করেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি এবং এনডিডি’র চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় এবং নেপাল সরকার যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেয়ার পাশাপাশি, সায়মা প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি প্রবন্ধও উপস্থাপন করেন।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন স্কুল মনোবিজ্ঞানী হিসেবে খ্যাত সায়মাকে এই কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়।
-------------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচনী বছর, ১০ টাকার চালে অনিয়ম দেখতে চাই না: খাদ্যমন্ত্রী
-------------------------------------------------------

কর্মশালার লক্ষ্য হচ্ছে জরুরি পরিস্থিতিতে কারিগরি আপডেট প্রদান করা, মানসিক স্বাস্থ্য এবং মানসিক সহায়তার জন্য প্রযুক্তিগত সরঞ্জাম সহজলভ্য করা।

এছাড়াও, জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক সহায়তা বিষয়ে দেশগুলোর পরস্পরের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় সক্ষমতা অর্জনের জন্য করণীয় নির্ধারণ করা।

তার প্রবন্ধে দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় চিহ্নিত করা কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে এই ব্যাপারে বাংলাদেশে গৃহীত পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করে এই উদ্যোগগুলো কিভাবে তৈরি হয়েছিল তা তুলে ধরা হয় এবং একই ধরনের সহায়তা প্রদানের জন্য জাতীয় কৌশল কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ দেয়া হয়।

সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেপাটাইটিসে প্রতিদিন সাড়ে ৩ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে : ডব্লিউএইচও     
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
চিকিৎসকদের প্রশিক্ষণে সহায়তা করতে আগ্রহী ডব্লিউএইচও
ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন পুতুল
X
Fresh