DMCA.com Protection Status
  • ঢাকা রবিবার, ২১ এপ্রিল ২০১৯, ৮ বৈশাখ ১৪২৬

সৌদি আরবে ঈদ আজ

হানিস সরকার উজ্জ্বল, জেদ্দা প্রতিনিধি
|  ২১ আগস্ট ২০১৮, ১২:১২ | আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১২:৫১
সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র মসজিদুল হারাম শরীফে ও মদিনা মনোয়ারা মসজিদুন নববীতে ঈদের সব চেয়ে বড় জামাত সকাল ৬ টায় অনুষ্ঠিত হয়। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।

এছাড়াও ঈদের জামাত অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা সারাফাফিয়া, বাওয়াদি, মাসনা, বালাদ এসরাও ঐতিহ্যবাহী জেদ্দার লোহিত সাগর পাড়ে মসজিদ রাহমাতে সৌদি এবং প্রবাসীদের সমন্বয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন :

এপি/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়