• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমিরাতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

মাহাবুব হাসান হৃদয়, ইউএই প্রতিনিধি

  ২০ আগস্ট ২০১৮, ১৯:৫১
ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ উপলক্ষে কর্তৃপক্ষ আমিরাতের সাতটি প্রদেশে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে।

আমিরাতে ঈদুল আজহার সর্বপ্রথম জামাত অনুষ্ঠিত হবে ফুজেই রাহ এ। সেখানে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৭মিনিটে। এরপর একে একে রাস আল খাইমাহ, আবুধাবি, আজমান, শারজাহ, ওম্ম আল কুইয়ান ও দুবাইয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

রাস আল খাইমাহ-এ ৬টা ৮মিনিটে, আবুধাবিতে সকাল ৬টা ৯মিনিটে, আজমানে সকাল ৬টা ৯মিনিটে, শারজাহ-এ সকাল ৬টা দশ মিনিটে, ওম্ম আল কুইয়ানে ৬টা দশ মিনিটে এবং দুবাইয়ে ৭টা ১২মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে আজ সোমবার ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়েছে আরাফাতের ময়দান। এদিন প্রায় ২০ লাখের বেশি হাজি বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দানে উপস্থিত হন। তারা আরাফাতের ময়দানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন।

আগামীকাল মঙ্গলবার মহান আল্লাহর উদ্দেশে পশু কুরবানির মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। উল্লেখ্য, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
X
Fresh