• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এমবিবিএস কোর্সে ৫০০ আসন বাড়ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৮, ২১:১৬

এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এ বাড়তি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বর্তমানে সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩১৮টি আসন রয়েছে। যা গেল ১২ বছর ধরে ভর্তির ক্ষেত্রে কোনও আসন বাড়ানো হয়নি।

-------------------------------------------------------
আরও পড়ুন : সাইবার নিরাপত্তা আইন করতে যাচ্ছে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
-------------------------------------------------------

সিদ্ধান্তের কারণ ব্যাখ্যায় বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড, সরকারি মেডিকেল কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা এবং হাসপাতালের শয্যা সংখ্যা বিবেচনা করে গুণগত চিকিৎসা শিক্ষা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবার সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেয়া হবে ৫ অক্টোবর; আর ৯ নভেম্বর হবে ডেন্টালে ভর্তির পরীক্ষা।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে সৌদি বাদশাহ
‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
রাজধানীতে চীনের মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
খতনার সময় শিশুর পুুরুষাঙ্গ কেটে ফেলল হাজাম, ঢামেকে ভর্তি
X
Fresh