• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন

অনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর ২০১৬, ২১:৫২

বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আজ (রোববার)। ১৯৪৮ সালের এদিনে তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়ার কুতুবপুরে জন্ম নেন।

তার পিতা শহিদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা ফয়েজ। তার পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।তিনি ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন।

দিবসটি পালনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় তার পরিবারের সদস্যরা কেক কেটে জন্মদিন পালন করবেন।

এছাড়া নূহাশপল্লীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ৬টায় কার্জন হল থেকে হিমু/রূপার একটি দল পায়ে হেঁটে নূহাশপল্লী উদ্দেশ্যে যাত্রা করবে। এসময় তারা ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করবেন।

বেলা ২টায় চ্যানেল আই চেতনা চত্বরে হবে ‘৫ম হিমু মেলা’। মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য স্ত্রী মেহের আফরোজ শাওন ও দু’ ছেলে এবং বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনরা।

বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিকেল সাড়ে ৪টায় হুমায়ূন আহমেদ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশের প্রায় ৫০টি জেলায় হিমু পরিবহণের সদস্যরা মাসব্যাপি নানা কর্মসূচি পালন করবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh