• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অর্ধেকে নেমেছে জিপিএ-৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৮, ১২:৫০
ফাইল ছবি

জিপিএ ৫ কমতে শুরু করেছে। এবারের এইচএসসিতে প্রাপ্ত জিপিএ-৫ সংখ্যার সঙ্গে গেলো দুই বছরের প্রাপ্ত জিপিএ-৫ সংখ্যার তুলনা করলে দেখা যায় জিপিএ-৫ এর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ২০১৮ সালের এইচএসসি ফলাফলে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। ২০১৬ সালে এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। ২০১৭ সালে পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন।

দেখা যায় ২০১৬ সালে তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ২৯ হাজার ১৪ জন এবং ২০১৭ সালের তুলনায় জিপিএ-৫ কম পেয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। ফলে গেলো দুই বছরে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমে আসছে প্রায় অর্ধেকে।

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

এবারের আটটি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১০ লাখ ৭২ হাজার ২৮ জন। পাসের গড় হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। গতবার এ হার ছিল ৬৬ দশমিক ৮৪ শতাংশ। এখানেও পাসের হার কমেছে। এবারের জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন। গতবার পেয়েছিল ৪৮ হাজার ২৪২ জন।

--------------------------------------------------------
আরও পড়ুন : যেভাবে জানবেন এইচএসসি’র ফলাফল
--------------------------------------------------------

মাদ্রাসা বোর্ডে এবার পরীক্ষা দিয়েছিল ৯ লাখ ৭৭ হাজার ৯৩ জন। এর মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৯শ ৩২ জন। পাসের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৪৪ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছেন ১১ লাখ ৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৮৯ হাজার ৮৯ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৫০ শতাংশ।

চলতি বছর ২ এপ্রিল থেকে ১৩ মে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলে। এরপর ১৪ থেকে ২৩ মে নেয়া হয় ব্যবহারিক পরীক্ষা।

সারাদেশে দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : মাউশি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, জেনে নিন ফি কতো
X
Fresh