• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হামলাকারী ১৪ ছাত্রলীগ নেতাকে চিহ্নিত করে উপাচার্যকে স্মারকলিপি

ঢাবি সংবাদদাতা

  ১৭ জুলাই ২০১৮, ১৮:১১

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলাকারী ১৪ ছাত্রলীগ নেতাকে চিহ্নিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। চিহ্নিত এই সন্ত্রাসীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপাচার্যের অফিসে এই স্মারক লিপি প্রদান করা হয়।

চিহ্নিত হামলাকারীরা হলেন, ঢাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বকুল, একুশে হল ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাতুল হাসান নাইম, শহিদুল্লাহ হল ছাত্রলীগের প্রচার সম্পাদক আবুল ফাতাহ তুহিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক সুমন দে, ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি রুম্মান হোসেন, শহিদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত, জহুরুল হক হল ছাত্রলীগের সদস্য আনোয়ার হোসেন, মহসিন হল ছাত্রলীগের সাধালণ সম্পাদক মেহেদি হাসান সানি,

এস এম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সৌরভ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান, সূর্যসেন হল ছাত্রলীগের সদস্য সিফাত উল্লাহ, জসিম উদ্দিন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসান, জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।