• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বিএফইউজের নির্বাচন ১৩ জুলাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৮, ১৬:১৫

শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৩ জুলাই এ নির্বাচনে ভোট গ্রহণ হবে।

মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন আয়োজনে শ্রম আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নির্বাচন আয়োজনে আর কোনও বাধা নেই।

‘আগামী ১৩ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে। শ্রম অধিদপ্তরের নির্দেশনা অনুসারে বিএফইউজের অনুমোদিত ইউনিয়নের সর্বশেষ ভোটার তালিকা ব্যবহার করা হবে।’

উল্লেখ্য, গত ৬ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শ্রম আদালতের স্থগিতাদেশ থাকায় ওইদিন ভোটগ্রহণ হয়নি। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করলো বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটি।

পি

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত
১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ আজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
উপজেলা নির্বাচনে মাঠে আছেন বিএনপির অন্তত ৩০ নেতা 
X
Fresh