• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফলপ্রকাশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০১৮, ১৮:২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৫.৩০ শতাংশ।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ৬৭৪টি কলেজের ৩ লাখ ২৭ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে নিয়মিত ১,৯২৭৫৬, মানোন্নয়ন ১,২৪২০২, অনিয়মিত ১০,৯২৮ জন। পরীক্ষা কেন্দ্র ছিল মোট ২৩৪টি।

প্রকাশিত ফল বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।