• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এসএসসি-সমমানের ফলপ্রকাশ মে মাসের প্রথম সপ্তাহে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৮, ১৭:৪৪

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হচ্ছে। এ জন্য আগামী ৩ থেকে ৭ মে এর মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক সাংবাদিকদের জানান, মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন।

উল্লেখ্য, রেওয়াজ অনুযায়ী এসএসসি, এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রথমে প্রধানমন্ত্রীর হাতে দেয়া তুলে দেয়া হয়। পরে এদিন দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মে মাসের প্রথম সপ্তাহের যে তারিখ ঠিক করা হবে, সেই তারিখেই ফলপ্রকাশ হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নিরাপত্তা ঝুঁকিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা
--------------------------------------------------------

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪ ও ৫ মে ছুটির দিন । এ কারণে ৬ মে ফলপ্রকাশ হতে পারে। এটা ধরেই তারা প্রস্তুতি শুরু করেছেন।

গেলো ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়। দেশের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
এসএসসির ফল কবে, জানাল বোর্ড
বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
X
Fresh