• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় কংক্রিটের পাইপচাপায় বাংলাদেশির মৃত্যু

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ১৫:৩৩

মালয়েশিয়ায় একটি হাইওয়েতে পাঁচশ’ কেজি ওজনের একটি কংক্রিটের পাইপচাপায় আমির মাহমুদ (৪১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরের সীমান্তবর্তী মালয়েশিয়ার জোহর প্রদেশের মার্সিং শহরের একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে চারটায় মার্সিংয়ের জালান বাতুপাহাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির মাহমুদ ওই এলাকায় পাইপের সংস্কারের কাজ করতেন।

জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মুহাম্মাদ লাহাম বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তি ট্র্যাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। তখন তার পেছনে থাকা একটি লরি থেকে পাঁচশ’ কেজি ওজনের কংক্রিটের একটি পাইপ তার ওপর গড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আমির নামের ওই বাংলাদেশির মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ইনকি বেসার হাজ্জাহ খালছম হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কোনো অবহেলা থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh