• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওযু করার পর আয়না দেখলে ওযু নষ্ট হবে কী?

অনলাইন ডেস্ক
  ২৩ মার্চ ২০১৮, ১১:১৬

আরটিভিতে সরাসরি প্রচারিত হয় ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কুরআন ও হাদিসের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুফতি মহিব্বুল্লাহিল বাকী।

প্রশ্ন: ওযু করার পর কেউ আয়না দেখলে তার ওযু নষ্ট হবে কীনা?

উত্তর: ওযু ভাঙার কারণের মধ্যে এটা নাই। বরং আয়না দেখার একটা নির্ধারিত দোয়া আছে, সেই দুয়াটি পড়লে বরং সওয়াব পাওয়া যায়। ওযু করার পর আয়না দেখলে ওযু নষ্ট হয় না, কোনো কিছু খেলেও ওযু নষ্ট হয় না। তবে এমন কিছু খাওয়া যাবে না যেটা খেলে নামাজের মধ্যে স্বাদ আসতে থাকবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আলেম সমাজ কখনই ইংরেজি শিক্ষার বিরোধিতা করেনি
--------------------------------------------------------