• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির হোতা এক বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়া প্রতিনিধি

  ০৭ মার্চ ২০১৮, ১৬:৫৪

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশিসহ ২৬ জনের একটি চক্রকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন।

সোমবার রাতে ইমিগ্রেশন পুলিশের বিশেষ অভিযানে রাজধানী কুয়ালালামপুরের শ্রী পেতালিং ও আম্পাং থেকে তাদেরকে আটক করা হয়।

ইমিগ্রেশনের পক্ষ এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫০ বছর বয়সী ওই বাংলাদেশিই এই চক্রের হোতা। একই সঙ্গে এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় পাসপোর্ট জালিয়াতির সিন্ডিকেট বলেও উল্লেখ করা হয়।

দেশটির জনপ্রিয় পত্রিকা দ্যা স্টার অনলাইন প্রথম পাতায় গুরুত্বসহকারে এই খবরটি প্রকাশ করেছে।