• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জল্লাদ খালেকসহ ৪ আসামির বিচার শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৮, ১৯:৩৭

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল ওরফে জল্লাদ খালেকসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া এই মামলায় প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- শর্তসাপেক্ষে জামিনপ্রাপ্ত আব্দুল্লাহ হেল বাকি এবং পলাতক খান রোকনুজ্জামান ও জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান।

সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের দেয়া আদেশে এসব কথা বলা হয়।

এসময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম এবং প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন, আব্দুল্লাহ হেল বাকির পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এবং পলাতকদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।

গত বছরের ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে এই মামলায় অভিযোগ দাখিল করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।

এছাড়া ছয়জনকে হত্যা, দুইজনকে ধর্ষণ এবং ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলে গেলেন কৃতী ফুটবলার জহিরুল হক
X
Fresh