• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হজে যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন আরেক নারী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৯

মিশরীয়-আমেরিকান নারীবাদী মোনা এলতাহাবি টুইটারে ‘মস্কমিটু’ নামে একটি হ্যাশট্যাগ চালু করেন। এরপর গত ২ ফেব্রুয়ারি নিজের যৌন হয়রানির অভিজ্ঞতা জানান এক পাকিস্তানি নারী। একে একে আরও অনেক নারী তাদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেন। এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন ইন্দোনেশিয়ার আনগি আনগুনি।

শনিবার বিবিসি বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদনে তার কথাগুলো জানানো হয়েছে।

আনগি আনগুনি বলেন, ২০১০ সালে হজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হই আমি। পবিত্র কাবা শরিফের পাশের একটি সুপারমার্কেটে হঠাৎ একজন আমার নিতম্ব খামচে ধরে চাপ দিতে শুরু করেন। আমি হতবাক হয়ে যাই। আমার মা ঠিক দুই মিটার দূরে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি এতোটাই ভয় পাই যে চিৎকারও করতে পারিনি।

তিনি বলেন, শুধু আমিই নই, কাবা শরিফের ভেতরেই আমার বোনের গায়েও হাত দেন এক নিরাপত্তারক্ষী। আমি তার দিকে তাকিয়ে চিৎকার করে বলি, আপনি কি করছেন? আমার বোনের গায়ে হাত দেয়ার কোনো অধিকার নেই আপনার।

ইন্দোনেশিয়ার এই নারী বলেন, একজন মুসলিম হিসেবে আপনি এটা করতে পারেন না। আপনি কেন এমন একটা পবিত্র স্থানে এরকম করছেন? কিন্তু আমার চিৎকার শুনে তিনি শুধুই হাসছিলেন।

তিনি বলেন, পবিত্র এই জায়গাও নারীদের জন্য নিরাপদ নয়। এটা গোপন করবেন না। অন্যদের জানতে দিন এবং নিজে খুব সাবধান থাকুন।

আরও পড়ুন:

এসএইচ/কে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
এক ব্যক্তির আঙুলের ছাপে ৪০০ বাংলাদেশির ওমরাহ
ঈদে সিয়ামকে নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চ মাতাবেন মেহজাবীন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
X
Fresh