• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি নেতা দুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৪

রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এই আদেশ দেন।

এর আগে দুদুকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা থানার এসআই সুদীপ কুমার। অন্যদিকে দুদুর জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে দুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গেলো সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন নাশকতার ঘটনায় রমনা থানার দায়ের করা একটি মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন:

এসএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একমাত্র বাঙালি জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে : দুদু
বিএনপি নেতা দুদু জামিনে মুক্ত
আরও ৩ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন
আরও তিন মামলায় জামিন পেলেন দুদু
X
Fresh