• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানবতাবিরোধী অপরাধ : নোয়াখালীর ৪ আসামির রায় যেকোনো দিন

আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধে নোয়াখালীর সুধারামপুরের আমির আহম্মেদসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় যেকোনো দিন। হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে।

মামলার অপর তিন আসামি হলেন আব্দুল কুদ্দুস, মো. জয়নাল আবদীন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুর। আসামিদের মধ্যে মনসুর পলাতক।

আজ (মঙ্গলবার) উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হবে ৩১তম রায়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ রানা।
--------------------------------------------------------
আরও পড়ুন: সাংবাদিকদের সাজা দিতে ৩২ ধারা হয়নি : আইনমন্ত্রী
--------------------------------------------------------