• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শারদোৎসবে সমৃদ্ধ ‘শব্দশিল্প’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ১৮:০১

আজি কি তোমার মধুর মুরতী হেরিণু শরৎ প্রভাতে/ হে মাতা বঙ্গ-শ্যামল অঙ্গ ঝরিছে অনল শোভাতে। শরৎ ঋতুতে প্রকৃতি বন্দনাই মূলত শারদোৎসব। এটি বাঙালির সার্বজনীন উৎসব। আর এ উৎসবকে ঘিরেই শারদীয় সংখ্যা বাজারে ছেড়েছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ভিন্নধর্মী ত্রৈমাসিক ম্যাগাজিন ‘শব্দশিল্প’। যা বাংলাদেশের প্রথম সমৃদ্ধ শারদীয় সংখ্যা।

জনপ্রিয় লেখক, কবি, সাহিত্যিকদের চমৎকার সব লেখা নিয়ে ’শব্দশিল্প’র এ বিশেষ আয়োজন পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

শারদ সংখ্যায় লিখেছেন সেলিনা হোসেন, মুহাম্মদ জাফর ইকবাল, বুলবন ওসমান, মুস্তাফা জামান আব্বাসী, জাকির তালুকদার, আসাদ চৌধুরী, কামাল চৌধুরী, হরিশঙ্কর জলদাশ, আহসান হাবীব, শাহরিয়ার কবির, আহমাদ মোস্তফা কামাল, রবিশঙ্কর মৈত্রী, হাসান হাফিজ, আমিনুল ইসলাম, গোলাম কিবরিয়া পিনু, ভাস্কর চৌধুরী, প্রশান্ত মৃধা, তুষার আবদুল্লাহ, প্রভাষ আমিন, মনি হায়দার, রবীন্দ্র গোপ, শিকওয়া নাজনীন, মাহবুবুল হক শাকিল, চন্দ্রশিলা ছন্দাসহ প্রতিথযশা কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা।

‘শব্দশিল্প' শারদীয় সংখ্যাটি পেতে যোগাযোগ করুন- রকমারি ডটকম, পাঠক সমাবেশ, জাগৃতী প্রকাশনী, বাতিঘরসহ বিভিন্ন পত্রিকার স্টলে।

২১৬ পৃষ্ঠা সংখ্যাটির দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা।

ডিএইচ/এস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh