• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আহসান উল্লাহ মাস্টার হত্যা : খালাসের রায় আপিলে বহাল

অনলাইন ডেস্ক
  ১৭ জুলাই ২০১৬, ১১:৩৩

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় যে ১১ জন আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছেন তা আপিলে বহাল রয়েছে।

খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্টপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, আপিল বিভাগ এ আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে ওই ১১ আসামির কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

রাষ্ট্রপক্ষে এ বিষয়ে আপিল বিভাগে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হাই কোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন- ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, লোকমান হোসেন ওরফে বুলু, দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর ও মনির। এদের মধ্যে নিম্ন আদালতের রায়ে সাতজনের মৃত্যুদণ্ড এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh