• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আদালতে খালেদার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন

অঅরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১৩:১৫

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান তিনি।

এর পরই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ (মঙ্গলবার) দশম দিনের মতো এ মামলায় যুক্তিতর্কের ওপর শুনানি শুরু হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: দুই মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন খালেদা
--------------------------------------------------------

১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। এ দিন রাষ্ট্রপক্ষ খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন।

এর পর খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা নয় দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এর মধ্যে রেজ্জাক খান তিন দিন, খন্দকার মাহবুব হোসেন এক দিন, এজে মোহাম্মদ আলী চার দিন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুই দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে জমা দেবেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন আসামি।

আরও পড়ুন

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh