• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিউমার্কেটে গাড়ি পার্কিং করা যাবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩৫

রাজধানীর নিউমার্কেটের ভেতর সব ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

নিউমার্কেটে গাড়িসহ বিভিন্ন যানবাহন প্রবেশ ও যত্রতত্র পার্কিংয়ের প্রেক্ষাপটে ‘সমাজের জন্য যুব উদ্যোগ’ নামের একটি মানবাধিকার সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ গতকাল রোববার রিট আবেদনটি করেন।

এছাড়া হাইকোর্টের রুলে নিউমার্কেটের ভেতরে যানবাহন প্রবেশে বাধা দিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই নিষ্ক্রিয়তার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বাঁধন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh