• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডিগ্রি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জানুয়ারি ২০১৮, ১৭:২৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (৩য় বর্ষ) পরীক্ষা বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে।

এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮১ জন। প্রতিদিন বেলা একটা থেকে পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম ওই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ বছর সারা দেশের ১ হাজার ৭২১টি কলেজের মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী ৬৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফল প্রকাশ আগামী ১৮ মার্চ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নারী দিবসে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত 
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
X
Fresh