• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ১৮:০৬
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এম বাদশা নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তমাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলম লাবলু পেয়েছেন ৯৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম নুরুজ্জামান পেয়েছেন ১০৪ ভোট।

সহ-সভাপতি পদে ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উমর ফারুক আলহাদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (মাসুম মিজান) পেয়েছেন ১২০ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু ১৬৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান ১৫৮ ভোট, কল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদুল হাসান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য জিয়া ২০৩ ভোট, ইমরান রহমান ১৮৭ ভোট, মোহাম্মদ জাকারিয়া ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না: এ্যানি
বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় দিল্লি-ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত
আগামী নির্বাচনে পরাজিত শক্তির কেউই অংশ নিতে পারবে না: জুনাইদ আল হাবিব
নির্বাচনের তারিখটা এই মুহূর্তে ইসির হাতে নেই: মো. সানাউল্লাহ