• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চার বিভাগে বৃষ্টির আভাস, শীত নিয়ে নতুন বার্তা

আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৪৭
চার বিভাগে বৃষ্টির আভাস, শীত নিয়ে নতুন বার্তা
ফাইল ছবি

সাগরে গভীর নিম্নচাপের কারণে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর ১২ টায় একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। এতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/আরএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা ২ ডিগ্রি কমার শঙ্কা, শীত নিয়ে নতুন বার্তা
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
কুড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে, ঘন কুয়াশা
যেমন থাকবে আগামী তিন দিনের তাপমাত্রা