• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ববি প্রক্টরের পদত্যাগ, নতুন প্রক্টর রফিকুল ইসলাম

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২৪, ১৮:৫৬
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেছেন। পদত্যাগের কয়েক ঘণ্টা পরই নতুন প্রক্টর হিসেবে ববির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ টি এম রফিকুল ইসলামকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখিত পদের জন্যে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা এবং সুবিধাদি প্রাপ্ত হবেন। একই সঙ্গে ববির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালকে প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব হতে ধন্যবাদজ্ঞাপনসহ অব্যাহতি প্রদান করা হলো।

জানা গেছে, ড. রাহাত হোসেন ফয়সাল ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, তার রেজিগনেশন লেটারটি পেয়েছি। পদত্যাগের অন্য কারণ থাকতে পারে তবে পার্সোনাল কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন আমি এইটুকু জানি।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়