• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেসবুকে গোপন চিঠি নিয়ে হইচই

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১৫:১০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটা সময় ছিলো যখন কারো খোঁজ খবর নেওয়ার বা দেয়ার জন্য চিঠি পাঠানো হতো। সময়ের পরিক্রমায় হারিয়ে গেছে নব্বই দশকের সেই চিঠির দিনগুলো। ইন্টারনেট ও ই-মেইলের যুগে চিঠি এখন নস্টালজিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নস্টালজিয়াই এবার ঘুরে ফিরে এলো। এখানে বাদামি খামের পুরানো গন্ধ না থাকলেও আবেগ আগের মতোই রয়েছে। অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ‘চিঠি ডটমি’ নামের একটি গুগল প্লে অ্যাপ্লিকেশন।

চলতি মাসের শুরুতে গুগল প্লে-স্টোরে প্রকাশ করা হয়েছে চিঠি ডটমি নামে একটি অ্যাপ। যেখানে প্রিয়জনকে চিঠি লেখা যাবে নিজের নাম-পরিচয় গোপন রেখে। ইতোমধ্যে প্রায় ১ লাখ বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে, ১০ লাখেরও বেশি চিঠি প্রকাশ বা পাঠানো হয়েছে অ্যাপটির মাধ্যমে।

অ্যাপটির নির্মাতা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাসান। বিশেষ এই অ্যাপের বিশেষত্ব হলো, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরনো দিনের মতো কাগজে, হাতে লেখা অক্ষরের মতোই নোটপ্যাডের মাধ্যমে চিঠি লিখতে পারবেন। চিঠির কাগজ ও হাতের লেখার বিভিন্ন ডিজাইন অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এই অ্যাপের কাজ অত্যন্ত সহজ। গুগল প্লে-স্টোরে গিয়ে ‘Chithi.me’ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর নিজের নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং নিজের নামে একটি লিংক শেয়ার করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমে।

লিংকে নিজের পরিচিতরা এখানে ঢুকে আপনাকে চিঠি লিখবেন। তবে এখানে লেখকের নাম বা পরিচয় কিছুই দেখতে পাবেন না আপনি। তবে যদি তিনি নিজের পরিচয় দিতে চান তাহলে তিনি দিতেই পারেন। সেক্ষেত্রে অবশ্য এটি আর বেনামি থাকবে না। তবে আপনার সম্পর্কে অন্যেরা কী ধারণা রয়েছে অতি সহজে তা জানতে পেরে যাবেন আপনি।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈষম্যবিরোধী আন্দোলনে ‘নিহত’ নয়নের ফিরে আসা নিয়ে যা জানা গেল
শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’ খোঁজ মিলেছে
‘সানজিদা শাহানাজ’ নামে আইন উপদেষ্টার কোনো পিএস নেই
শেখ হাসিনাকে ফেরত আনতে আদালত এখনো চিঠি দেয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়