• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ২১:১০
সৌদি আরব
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করে শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুল কাটালে ওমরাহকারীদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে। এই নাপিতরা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে থাকে।

একই সঙ্গে ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটতে পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সফরে ভারী খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ পালনকারীরা স্থল, আকাশ ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া যেকোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরে যেতে পারবেন। নারীরা পুরুষ বা অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে: রাষ্ট্রদূত
সৌদিতে পলাতক কর্মীদের বৈধ হওয়ার সুযোগ
সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব