• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইসলামী বক্তারা কাছাকাছি আসলে ইতিহাস তৈরি হতে পারে: ধর্ম উপদেষ্টা

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ২৩:৫৩
সংগৃহীত ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী বক্তা ও ইমামরা পারস্পারিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে। কারণ, শক্তির উৎস হচ্ছে ঐক্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলেমরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে। ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী। এতে মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তব্য রাখেন।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না: ড. মঈন খান
ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রিসভা পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
৭ ডিসেম্বর: ইতিহাসের আজকের এই দিনে