• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

৩ দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে

আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫১

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আগামী তিন দিনে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ কদিন দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা কমতে পারে।

আরটিভি/এফআই-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির বার্তা দিলো আবহাওয়া অফিস
শীত কবে আসবে, জানাল আবহাওয়া অফিস
শনিবার যেমন থাকবে আবহাওয়া
শুক্রবার সারাদেশে যেমন থাকবে আবহাওয়া