• ঢাকা শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
logo

বাহরাইনের মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

নাইমুর রহমান শান্ত, বাহরাইন প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০২৪, ১৫:০৭

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফবিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাক্ষাৎকালে তিনি বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রবাসবান্ধব নানামুখী কার্যক্রমের জন্য মন্ত্রী নওয়াফকে ধন্যবাদ জানান। বিশেষ করে বাহরাইনে দীর্ঘদিন ধরে ভিস বিহীন বাংলাদেশি মুয়াজ্জিন ও তাদের পরিবারের সদস্যদের পুনরায় ভিসা প্রদানের অনুমতি দেওয়ায় তিনি দূতাবাসের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানান।

বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফবিষয়ক মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাস আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও ক্যাম্পেইনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ বাংলাদেশ দূতাবাসের প্রশংসা করেন। এ প্রেক্ষিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী বাংলাদেশিদের অনুকূলে আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খোলে দেয়াসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়