• ঢাকা শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
logo

আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ২২:৫৪
আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট ড্র লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন আবুল মনসুর আব্দুল সবুর (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসী। গত ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছেন এই প্রবাসী। অবশেষে স্বপ্নের সেই লটারি ধরা দিলো তাকে।

আব্দুল সবুর সবশেষ তার বন্ধুদের সঙ্গে মিলে পাঁচটি টিকিট কেনেন। এর মধ্যে একটি লটারি বিজয়ী হয়েছে। এতে করেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। আব্দুল সবুর পেশায় একজন ডেলিভারি ড্রাইভার। আরব আমিরাতের আবুধাবিতে থাকেন তিনি।

বাংলাদেশি এ প্রবাসী বলেছেন, প্রথমে তিনি বিশ্বাস করতে পারছিলেন না লটারিতে ৬৫ কোটি টাকা জিতেছেন। বিজয়ী হওয়ার পর যখন তাকে ফোন করা হয় তখন অবাক হয়ে যান বলে জানিয়েছেন তিনি।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি এতটাই আনন্দিত যে, মুখের ভাষা হারিয়ে ফেলেছি।

লটারিতে পাওয়া অর্থ দিয়ে কী করবেন; প্রশ্ন করা হলে আব্দুল সবুর জানান, পরিবারকে সহায়তা করবেন এবং নিজের স্বপ্নের ব্যবসা শুরু করবেন।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)
আমিরাতকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়
লেবানন থেকে ফিরলেন আরও ৫২ বাংলাদেশি
আমিরাতে অবৈধ প্রবাসীদের আরও দুই মাস সুযোগ