• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

সন্ধ্যা ৬টা পর্যন্ত যেমন থাকতে পারে আবহাওয়া

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫
আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

আট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, যেমন থাকবে তিন দিনের আবহাওয়া
সাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের শঙ্কা
সাগরে লঘুচাপ, তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
আগামী ৪৮ ঘণ্টা যেমন থাকবে আবহাওয়া