• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশপাশের জেলার বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে। এতে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার লাখ লাখ মানুষ।

এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন। বন্যাদুর্গত এলাকায় বিশেষ করে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে চাল, ডাল, লবন, পানি বিশুদ্ধিকরণ ঔষধ, তৈল, কয়েল, মুড়ি, চিনি, চা-পাতা মিনি প্যাকেট, টোস্ট, আলু, পেঁয়াজ, মরিচের গুড়া, হলুদের গুড়া, পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

এ ছাড়াও দূর্গত এলাকার আশ্রয়কেন্দ্রে রান্না করে খাওয়ার জন্য কয়েক হাজার মানুষের একদিনের খাবারের সকল উপকরণ দিয়েছে সংগঠনটি।

আহবান তরুণ সংঘ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় যে সকল কৃষকের বীজতলা, মাছের ঘের, ফসলি জমি, শাকসবজির খেত ও ফার্ম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদের আর্থিক সহযোগীতার মাধ্যমে পূর্ণবাসন করবে আহবান তরুণ সংঘ ফাউন্ডেশন।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগাল বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা
স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে ময়মনসিংহে: প্রিন্স
ময়মনসিংহে কমছে বন্যার পানি, ৩৫৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি
নেত্রকোণায় বন্যার পানি কমছে, বাড়ছে দুর্ভোগ-দুশ্চিন্তা