• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

নিম্নচাপ নিয়ে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ১৮:৩৭
নিম্নচাপ নিয়ে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি
ফাইল ছবি।

নিম্নচাপ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িশা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল।

নিম্নচাপটি আরও পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূলীয় অতিক্রম করতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ধ্যা ৬টা পর্যন্ত যেমন থাকতে পারে আবহাওয়া
বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ
৯ জেলায় ঝড়-বৃষ্টি, হুঁশিয়ারি সংকেত
সমুদ্রের ঢেউয়ের তালে মেতেছেন কুয়াকাটায় আগত পর্যটকরা