• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

আহতদের চিকিৎসায় আমেরিকা থেকে চিকিৎসক আনার চেষ্টা চলছে: স্বাস্থ্য উপদেষ্টা

আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ০৯:১৩
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের যাতে আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, অনেকের এক পা কাটা গেছে। কেউ সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসে তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরও ভালো করতে পারব।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসাসেবা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এখানে আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি, সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবেন।

পরিদর্শনকালে সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় আ.লীগের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত, আটক ৪
আগোরায় নিয়োগ বিজ্ঞপ্তি, ছুটি ২ দিন
বিদেশের মাটিতে পূজার আনন্দ কেমন উপভোগ করছেন মন্দিরা
লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলা, ৫ চিকিৎসকসহ নিহত ১০