• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

যেসব ছোট্ট ভুলেই কমতে পারে বাইকের মাইলেজ

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২৪, ১৩:৩৫
ফাইল ছবি

আপনার প্রিয় বাইকটির মাইলেজ নির্ভর করে আপনার উপরেই। নিয়মিত সার্ভিসিং না করলে আপনার বাইকের মাইলেজ কমে যাবে। তবে অনেকগুলো ছোট্ট ভুলেও আপনার বাইকের মাইলেজ কমে যেতে পারে। আর এগুলো এড়িয়ে চললে বাইকের মাইলেজ কমবে না বরং বাড়বে।

জেনে নিন সেসব-

১. ফুয়েল স্টেশন থেকেই জ্বালানি নিন। গ্রাম থেকে শহরে ফুয়েল স্টেশনের পাশাপাশি রাস্তার মোড়ের দোকানেও পেট্রোল বিক্রি করা হয়। পেট্রোল কেনার সময় বিশ্বস্ত জায়গা থেকেই কেনা উচিত।

২. বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। ২ সপ্তাহ পর পর টায়ারে এয়ার প্রেসার চেক করুন। টায়ারে এয়ার প্রেসার কম থাকলে মাইলেজ কমে যায়।

৩. ইঞ্জিন অয়েল নিয়ে অনেক সময় গড়িমসি করেন। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।

৪. মাইলেজ বেশি পাওয়ার জন্য সময়মতো বাইক সার্ভিসিং করা প্রয়োজন। অনেকেই ছোটোখাটো কোনো সমস্যা হলে খুব একটা গুরুত্ব দিই না। এর ফলে কমে যায় মাইলেজ।

৫. নিয়মিত বাইক সার্ভিসিং করান। এতে বাইকের মাইলেজ তো ভালো পাবেন, সেই সঙ্গে অনেক বড় বড় সমস্যা থেকেও রেহাই পাবেন।

মন্তব্য করুন

Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার
ইজিবাইক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ 
সবাইকে হিসাব দিতে হবে: অর্থ উপদেষ্টা
অপশক্তিকে রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা