• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যে লাকির বিরুদ্ধে মানহানির মামলা করবে বিএমইউজে

অনলাইন ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ২০:০৪

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (সদ্য সাবেক) সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটির নেতারা এ ঘোষণা দিয়েছেন।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় সম্মানহানির জন্য ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হবে।

বিএমইউজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি এবং আরও অনেকে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়