• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এমবিবিএস-বিডিএসসহ সব মেডিকেল কোর্স বিএসএমএমইউতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ২১:৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে নেয়া হয়েছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সগুলো।

রোববার বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে অনুষ্ঠিত বিএসএমএমইউ’র সিন্ডিকেটের ৬৭তম সভায় সকলের সম্মতিতে বিষয়টি অনুমোদিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিন্ডিকেট সভায় নেয়া সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ ছাড়া অন্য সকল মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজগুলোতে বিদ্যমান এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সগুলো বিএসএমএমইউ’র আওতায় অধিভুক্ত করা হবে।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বিএমডিসি সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
X
Fresh