• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রধান বিচারপতি বিব্রত হয়ে বিদেশ চলে গেছেন : মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৫

প্রধান বিচারপতি বিব্রত হওয়ার কারণে বিদেশ চলে গেছেন, যা চমৎকার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

মওদুদ বলেন, প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সরকার অপমানিত করেছে। বিচার বিভাগের মর্যাদা ও সুনাম সরকার ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে এর প্রতিক্রিয়া হবে গভীর। তিনি কখনো অসুস্থ ছিলেন না। একটি রায়কে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া হলো তাতে বোঝা যায় এ সরকার বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসনে বিশ্বাস করে না। প্রধান বিচারপতি লিখিত যে বিবৃতি দিয়ে গেছেন, তাতে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি অনেক সত্য কথা বলে গেছেন।

প্রসঙ্গত, শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে লিখিত এক বিবৃতিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ, তবে একটি রায় নিয়ে রাজনৈতিক মহল, আইনজীবী, মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সমালোচনায় তিনি 'বিব্রত'।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh