• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্যামসাং গ্যালাক্সির নতুন ট্যাব

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩

উন্মুক্ত হলো দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ট্যাব এ (২০১৬)। প্রাথমিকভাবে এটি দেশটির বাজারে ছাড়া হয়েছে।

স্যামসাংয়ের নতুন এই পণ্যটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি এস-পেন সংযুক্ত। এতে রয়েছে ১০.১ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ (১৯২০x১২০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে, একটি সিমকার্ড স্লট, ফোর জি কানেক্টিভিটি।

ট্যাবটিতে রয়েছে ১.৬ গিগাহার্জের অক্টা কোর এক্সিনোস প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরো ২৫৬ জিবি স্টোরেজ বাড়ানো যাবে।

ট্যাবটি চলবে অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ ও এফ/১.৯ অ্যাপারচার। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার।

ট্যাবে আরো আছে ৭৩০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৪.২, জিপিএস, গ্লোনাস ও মাইক্রোইউএসবি কানেক্টিভিটি।

এম

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh