• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছুটির আবেদনে ক্যানসারের কথা বলেছেন প্রধান বিচারপতি : আইনমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ অক্টোবর ২০১৭, ১৫:৪৫

প্রধান বিচারপতি গৃহবন্দী নন। তিনি অসুস্থ। গতকাল মঙ্গলবারও তিনি ডাক্তার দেখাতে যান। আজও ডাক্তার দেখানোর কথা রয়েছে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে আইনমন্ত্রী বলেন, তিনি অসুস্থ, এটা নিয়ে রাজনীতির কিছু নেই। আসুন আমরা সবাই মিলে বিচারপতি এস কে সিনহার সুস্থতার জন্য দোয়া করি। বিএনপির নেতৃবৃন্দকে বলব, আসেন দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে যান।

আইনমন্ত্রী জানান, চিকিৎসকের সঙ্গে কথাবার্তা হচ্ছে। যখন দেখতে যাওয়ার মতো অবস্থা হবে, তখন প্রধান বিচারপতিকে দেখতে যাবো।

রাষ্ট্রপতির কাছে করা ছুটির আবেদনপত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘দেখেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। এখন নানাবিধ রোগে আক্রান্ত। তার বিশ্রাম প্রয়োজন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
গরমে ড্রেসকোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
মুনিয়া খান ন্যাশনাল মেডিকেলে পড়েছেন কি না জানালেন অধ্যক্ষ
X
Fresh